Cancel Preloader

পূর্ণিমার চাঁদে নুরানি প্রতিচ্ছবি

পূর্ণিমার চাঁদে নুরানি প্রতিচ্ছবি
আশেকা রাসুল রূমা আহমেদ

মহান মোর্শেদ দেওয়ানবাগী পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি,
এসেছে এ ধরায় হয়ে সূফী সম্রাট,
মুক্তি পাগল সাধকেরা পেয়ে তোমায় ধন্য হয়েছে।

অন্ধকার ক্বালবের ভেতর আলো জ্বালিয়ে
গোমরাহি দূর করেছেন, সবারে আল্লাহর জ্বিকির দিয়ে,
মহান আল্লাহ্কে চিনিয়ে দিয়েছেন মোরাকাবা শিখিয়ে
নিরাকার নন, আল্লাহর নুরের আকার আছে,
যিনি দেখেছেন তিনি সাক্ষী দিচ্ছেন-
দয়াময় বসে আছেন ক্বালবের সপ্তম স্তর নাফসির মোকামে।

স্বল্প সময়ের জন্য দুনিয়াতে এসে করেছ প্রকাশ তোমাকে,
পূর্ণিমার চাঁদ করেছে তোমায় ধারণ
কত মু’মেনের দিলে হয়েছে তোমার আসন,
চিরঞ্জীব-চিরস্মরণীয় হয়েছ তুমি সবার মাঝে।

দমে দমে তুমি থাক স্মরণে সবার
মোর্শেদ তুমি অমূল্য ধন জীবনে সবার,
পেয়েছেন যিনি, চিনেছেন তিনি তোমায়
তুমি ছাড়া অসহায় পথহারা সবাই।

হে মহান মোর্শেদ দেওয়ানবাগী সূফী সম্রাট
তুমি এসে করেছ আশেকে রাসুলদের ইমানের পূর্ণতা দান,
তোমার পাক কদমে জানাই অধমেরা অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা।
কবুল করো হে শ্রেষ্ঠ মহামানব জামানার ইমাম,
সূফী সম্রাট পূর্ণিমার চাঁদের নুরানি প্রতিচ্ছবি দয়াল বাবাজান।

সম্পর্কিত পোস্ট