Cancel Preloader

বিশ্বনবি হযরত রাসুল (সা.)-এর শানে বড়ো পির হযরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর নাত

হে মহান, রিসালতের প্রাসাদ

আপনিই করেছেন পরিপূর্ণ আবাদ

আপনার দেওয়া সৌহার্দ্যরে ঘোষণা চিরঅম্লান।

খসরু, কায়কোবাদ ও ফাগফুর

আপনারই পায়ে হয়েছে অবনত।

যতদিন এ বিশ্বলোকে শিংগার ধ্বনি বেজে না উঠবে

ততোদিন এ বিশ্বলোক থাকবে

আপনারই গুণগানে মুখর।

কাবা কাউসাইন পর্যন্ত ছিল আপনার অবাধ গতি

যার থেকে জিবরাইলও ছিল যোজন যোজন দূরে।

আপনার অস্তিত্বের আলোয়

আলোকিত উভয় জাহান,

জাহের বাতেন আপনার

সবই তো অনন্য নুর হে মহান।

হে নবিকুল সম্রাট,

হে রাসুলদের মাথার মুকুট

আপনার ঘাম থেকে ফুল পেয়েছে সৌরভ তার

আপনারই পরশে পৃথিবীর তুচ্ছ মানব

মৌমাছিদের মতো মধু আহরণে

ধন্য করে তাদের মানব জীবন।

ভাষান্তর: এ. কে. এম. মাহবুবুর রহমান

কাব্যানুবাদ: আসাদ বিন হাফিজ

[বড়ো পির হযরত আবদুল কাদের জিলানি (রহ.) ইরানের জিলানের অধিবাসী ছিলেন। তাঁর অসাধারণ পাণ্ডিত্য ও মাহাত্ম্যের সাথে ভারতীয় উপমহাদেশের মানুষ গভীরভাবে পরিচিত। কিন্তু তাঁর কাব্য প্রতিভা সম্পর্কে খুব কম লোকই জানে। ফারসি কাব্য সাহিত্যে তিনি অনন্য অবদান রেখে গেছেন। তাঁর ‘কাসিদায়ে গাওসিয়া’ কাব্যগ্রন্থে ৮১টি ফারসি কবিতা স্থান পেয়েছে। তাঁর কবিতাগুলো আধ্যাত্মিক রসে পরিপূর্ণ]

আরও পড়ুন :

সম্পর্কিত পোস্ট