Cancel Preloader

সূফী সম্রাট হযরত মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মাঃ আঃ) হুজুর কেবলাজান।

মোর্শেদ আমার জীবনের ধন


আশেকে রাসুল সাঈদ রহমান
দয়াল মুর্শিদ, প্রাণের মুর্শিদগো, তুমি আমার জীবনের ধন।
তুমি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, তুমি ছাড়া নাই কোনো গতি
বাবা রেখে গেলে কতো স্মৃতি, ভুলতে আমি পারি না , সইতে আর পারি না।
দয়াল মুর্শিদ, প্রাণের মুর্শিদগো, তুমি আমার জীবনের ধন।
তুমি বাবা নাজাতের কাণ্ডারী, তুমি বাবা মুক্তির দিশারি,
বাবা তুমি আশেকের জান, তুমি পূর্ণিমার চান, তোমায় ছাড়া বাঁচে না এই পরান।
দয়াল মুর্শিদ, প্রাণের মুর্শিদগো, তুমি আমার জীবনের ধন।
২৮ ডিসেম্বর তোমার ওফাত হলো, আশেকের মন ব্যাকুল হলো, চললো সবাই বাবে রহমতে।
সে দিন ছিলো কান্নার মেলা, বুঝলাম না বাবা তোমার খেলা, বুঝাতে পারলাম না এই মন।
দয়াল মুর্শিদ, প্রাণের মুর্শিদগো, তুমি আমার জীবনের ধন।
এই দুনিয়ায় যে চিনলো না তোমায়, তার মতো আর নাই অসহায়, পরকালে কাঁদবে হায় হায়!
যত ভুল করেছি, না জেনে যতো কিছু বলেছি, এখন ক্ষমা পেতে চায় আমার এই মন।
দয়াল মুর্শিদ, প্রাণের মুর্শিদগো, তুমি আমার জীবনের ধন।

সম্পর্কিত পোস্ট