Cancel Preloader

রাহমাতুল্লিল আলামিন হযরত রাসুল (সা.)-এর শানে ফরিদুদ্দীন আত্তারের কবিতা না’ত


এক
কি বলব আমি? তাঁর প্রশংসায় আল্লাহ্ই পঞ্চমুখ,
যে নামের সাথে মিশে আছে তাঁর নাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মুহাম্মদ, সেতো সত্যবাদী আল-আমিন,
সমগ্র জগতের জন্যে শাশ^ত রহমত
দু’জাহানের শ্রেষ্ঠ মানব
দ্বীন ও দুনিয়ার শ্রেষ্ঠতম সংগঠক।
মুহাম্মদ, এ বিশ্বের গৌরব তিনি
মানবতার অনন্য শিক্ষক।

দুই
আদম যখন হয়নি সৃজন কেবল পানি, মাটি
খোদার নুরে নুরের নবি হলেন মুহাম্মদ।
যখন আদম করেন সৃজন তখন তাঁহার নুর
দিলেন খোদা যেন তাঁহার হাবীব প্রেমাস্পদ।
ফেরেশতাদের সিজদা এবং শ্রদ্ধাটুকু পান
খোদার পরে তাইতো তাঁহার অনন্য সম্মান।

তিন
উভয় জগত তাঁহার নুরে পেল আলোক জানি
আরশ কুরছি কেব্লা বানায় তাঁহার পা দু’খানি
তাঁহার নামে ধন্য হলো সৃষ্টি দু’জাহান
তাই আরশে ফেরেশতাগণ গায় তাঁহারই গান।
প্রশংসা গায় সকল নবি, সকল অলীকুল
সে যে আমার পেয়ারা নবি মুহাম্মদ রাসুল।


অনুবাদ : এ. কে. এম. মাহ্বুবুর রহমান
কাব্যানুবাদ: আসাদ বিন হাফিজ

[মহান সুফি সাধক হযরত ফরিদুদ্দীন আত্তার নিশাপুরী (রহ.) ফারসি সাহিত্যের একজন মৃত্যুঞ্জয়ী কবি ছিলেন। কবি ফরিদুদ্দীন আত্তার কেবলমাত্র হযরত রাসুলে আকরাম (সা.)-এর শানেই ১৪টি অসাধারণ কাব্যগ্রন্থ প্রণয়ন করেন। এই দার্শনিক কবি ৬২৭ খ্রিষ্টাব্দে ইহলোক ত্যাগ করেন।]

সম্পর্কিত পোস্ট