Cancel Preloader

সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী(মাঃ আঃ) হুজুর কেবলাজান।

সংস্কারক বাবাজান

আশেকা রাসুল রুমা আহমেদ

পূর্ণিমার চাঁদে বাবা তোমার প্রকাশ
১৪ ডিসেম্বর এসেছ ভবে,
কল্যাণে ভরে দিতে তামাম মাখলুকাত।
মানুষের ক্বালবে সবক দিয়েছ,
সেখানে প্রতিনিয়ত জপছে ‘আল্লাহ্’ ‘আল্লাহ’।
উম্মতের তরে রাসুল (সা.) সব থেকে বড়ো আপনজন
প্রমাণ করেছ তুমি সবাইকে আশেকে রাসুল করে,
দোজাহানের বাদশা রাসুল, তুমি বুঝিয়েছ।
তুমি এসেছ ইমানের পূর্ণতা নিয়ে,
সংস্কারক হয়ে তুমি করেছ অগণিত সংস্কার।
সকলের মাঝে তুলে ধরেছ আল্লাহর আছে নুরময় আকার,
স্রষ্টা আছেন প্রিয় সৃষ্টি, মানুষের শাহরগের অতি কাছে।
সাধনা করলে যায় দেখা মানুষের প্রিয় স্রষ্টাকে,
তাইতো তুমি মোরাকাবা শিখিয়েছ
জ্বেলেছ প্রদীপ ক্বালবের সপ্তম স্তরে,
সাধককে পৌঁছে দাও মঞ্জিলে মকসুদে,
আমিও পৌঁছতে চাই কাঙ্খিত ঠিকানায়।
ওগো দয়াল বাবাজান, আমার কল্যাণের কথা ভেবে,
তুমি দয়া করে পৌঁছে দাও আমায় মঞ্জিলে মকসুদে।

সম্পর্কিত পোস্ট