Cancel Preloader

সুফী সম্রাটের ওয়াজিফা


এস এ সুলতান

যদি করতে হয় সুন্দর জীবন ও তরিকা অনুসরণ,
তবে তরিকত পন্থীদের করতে হয় ওয়াজিফা পালন।
মোর্শেদ তাঁর মুরিদের দুনিয়া-আখিরাতের মুক্তির তরে,
প্রয়োজনীয় সব উপকরণ দেন তাঁর প্রণীত ওয়াজিফার ভিতরে।
যদি ইহকালে শান্তি আর পরকালে মুক্তি লাভ করতে চাও,
সূফী সম্রাট প্রদত্ত ওয়াজিফা একনিষ্ঠ মনে পালন করে যাও।
এতে রয়েছে আত্মিক মুক্তি জাগতিক অশান্তি দুর করার তথ্য,
বিশ্বাসের সাথে পালন করলে সিরাতুল মোস্তাকিমে থাকে ভক্ত।
বাবাজানের ওয়াজিফায় আছে শরিয়ত-মারেফতের রহস্য ভাণ্ডার,
বিশ্বাস ভরে পালন করলে প্রভুত উন্নতি হয় আত্মার।
মোর্শেদের ওয়াজিফা মুরিদের জন্য পূর্ণাঙ্গ বিধান,
সঠিক নিয়মে পালন করলে মুরিদের সহজ হয় নিদান।
একনিষ্ঠ মনে মোর্শেদের ওয়াজিফা পালন কররে মন,
তবেই হবে আত্মিক প্রশান্তি দূর হবে সকল জ্বালাতন।
ওয়াজিফা পালন করলে দয়াল মোর্শেদ খুশি থাকেন,
মুরিদ মোর্শেদকে সদা সর্বদা দয়া পরবশরূপে পাবেন।
সহজ হয় মুরিদের দুনিয়া আখের হাশর কবর মিজান,
মোর্শেদের ওয়াজিফায় আছে মুরিদের সকল কষ্টের পরিত্রাণ।
সঠিক নিয়মে ওয়াজিফা পালন করতে বাবাজানের দয়া ভিক্ষা চাই,
দয়াল বাবাজান তাঁর নুর কদমে মোদেরে যেন দেন ঠাঁই।

সম্পর্কিত পোস্ট