Cancel Preloader

সূফী সম্রাজ্ঞী

আশেকা রাসুল তানিয়া জাহান


তাপসীকুল শিরোমণি তুমি মানবকুলের কল্যাণে,
স্বর্গ থেকে এসেছিলে নেমে মায়ার এই ভুবনে।
ধন্য হয়েছিল ধরণী মাগো তোমার শুভাগমনে
কুল কায়েনাত জানায় শোকর তোমারই নুরের চরণে।
কুতুবুল আকতাব তুমি আওলাদে রাসুল,
খাতুনে জান্নাত মাগো তুমি নুরের পুতুল।
সূফী রানি হয়েও সদা দিবানিশি জাগি,
কেঁদেছ মাওলার কাছে রুহানি সন্তানের লাগি।
তোমার উসিলাতে মাগো আঁধার এ ভুবনে,
পেলাম খুঁজে আলোর দিশা পাপীরা এ জীবনে।
নুরের বদন তোমার আসে যখন স্মরণে,
দুঃখ বলে রয় না কিছু এই পাপীর মন গহিনে।
জানি না মা পেলাম তোমায় কোন নেকের কারণে,
কদমেরই ধূলি করে রেখো তোমার চরণে।
উম্মুল আশেকিন হয়ে তুমি এশকের আলিঙ্গনে,
হৃদ মাঝারে আছো মাগো বসে নুরের আসনে।
জনমে জনমে পাই যেন মা তোমার স্নেহের পরশ,
সাক্ষী! এই করুণ আর্জির স্বয়ং খোদার আরশ।
[কবি: সংগীত শিল্পী]

সম্পর্কিত পোস্ট