Cancel Preloader

সূফী সম্রাটের বিজয় ঘোষণা

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মিয়া
হে মহান মোর্শেদ বীর মুক্তিযোদ্ধা সূফী সম্রাট
তব কদমে ধন্য এ বাংলার মাটি,
করেছ তুমি তাঁকে রতড়বগর্ভা।
খাঁটি সোনার চেয়েও খাঁটি।
আগমনকালে যে আলো ছড়িয়ে ছিলে
দিগন্ত ব্যাপীয়া;
আজ সে আলোয় ঝলমল,
বাংলার প্রকৃতি আকাশ বাতাস
যেন ওঠে মাতিয়া।
সহস্র বছর পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ
বাঙালির প্রাণে
জাগিয়েছে মুক্তির স্বাদ, স্বর্গীয় সঞ্জীবনে।
তব দৃপ্ত ঘোষিত স্বাধীনতার প্রতিশ্রুতি
ঐশ্বরিক শক্তি এনে দিয়েছে বিজয়ের গতি
শোষিত বিদ্রোহ প্রাণ জেগে উঠেছে
স্বাধীনতার উচ্ছ্বাস,
৯৬ হাজার পাকসেনা নত হয়েছে
বীর বাঙালির কাছে।
১৯ নভেম্বর প্রচণ্ড যুদ্ধে হেজামারায়
ঈদের জামাতে ঘোষণা দিলেন
বাংলার বিজয় আসবে আগামী বকরা ঈদের আগে
স্বাধীন মাটিতে পড়বে নামাজ আগে দিলে তুমি প্রতিশ্রুতি।
মাওলা দয়া করে রাখিলেন তোমার পবিত্র আকুতি
খোদার দরবারে কবুল হলো তাঁর বন্ধুর কথা
জাতি পেল স্বাধীনতা।

সম্পর্কিত পোস্ট