Cancel Preloader

আল্লাহর জাত ও সিফাতের বর্ণনা

ডা. মো. সাইয়েদুর রহমান মিঞা

আল্লাহ্ যাকে করেন হিকমত (বিশেষ জ্ঞান) দান
তিনি হন পূর্ণ কল্যাণের অধিকারী।
বিশ্বাসী জ্ঞানী লোকেরাই শুধু শিক্ষা নেন তাঁর কাছে
অবিশ্বাসী মুর্খ লোকেরাই প্রশ্ন বানে বিদ্ধ করে
বিশ্বাস করে না তারাই কারণ তাদের ভাণ্ড নাই।
আল্লাহ্ ঘটিয়েছেন এক অবিস্মরণীয় ঘটনা
দেখিয়েছেন পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর প্রতিচ্ছবি
বোঝাতে চেয়েছেন তিনি আমার বন্ধু এ যুগের ইমাম
মুক্তি পেতে হলে তাঁর কাছে যেতে হবে সবার।
তিনিই যে তুলে ধরেছেন আল্লাহ্ ও রাসুলের প্রকৃত পরিচয়
প্রণয়ন করে “তাফসীরে সূফী সম্রাট দেওয়ানবাগী”
একে একে অষ্টম খণ্ডে আল্লাহ্র জাত পাক ও গুণের বর্ণনায়।
প্রমাণ করলেন আল-কোরআন ও হাদিসের আলোকে
আল্লাহ্ এক, নুরময় সত্তা, নুরের চেহারা মোবারক,
চোখ মোবারক, কান মোবারক, জবান মোবারকের-
আরও প্রমাণ করলেন নুরের কদম মোবারক,
হাত মোবারক, নফস ও রূহ মোবারকের
তিনি কখনো নিরাকার নন, ‘প্রথম খণ্ডে’।
আল্লাহ্ পরম দয়ালু, দয়াময়, প্রকৃত রূপকার
নমুনাবিহীন সৃষ্টিকারী, মহান রিজিক দাতা, পরম ক্ষমাশীল
মহাবিজ্ঞানী, পুনরুত্থানকারী, চিরঞ্জীব ও চিরস্থায়ী।
তওবা কবুলকারী, তিনিই প্রথম ও শেষ, একমাত্র মালিক
বিশ্বজাহানের একমাত্র প্রতিপালক অসংখ্য গুণের অধিকারী।
দ্বিতীয় হতে অষ্টম খণ্ডে নিরানব্বই গুণ আল্লাহ্র
বিরল বিস্ময় সূফী সম্রাটের জগত বিখ্যাত শ্রেষ্ঠ সংস্কার।
গুণ আছে যার রূপ আছে তার, রূপ ছাড়া নয় গুণের প্রকাশ
রূপও গুণের ধারক বাহক নয়কো নিরাকার।
ওগো দয়াল বাবাজান জগতের শ্রেষ্ঠ মহাপ্রাণ
তোমার আগমনে দূর হল মোদের হৃদয়ের অন্ধকার
তাইতো আশেক জানায় তোমার কদমে সালাম হাজার বার।

সম্পর্কিত পোস্ট

3 Comments

  • মহান আল্লাহর নুরে কদম মোবারকে জানাই
    লক্ষ কোটি ও কদম মুচি।

  • আলহামদুলিল্লাহ্। মহান আল্লাহর নুরে কদম মোবারকে জানাই
    লক্ষ কোটি ও কদম মুচি।

  • লক্ষ কুটি সালাম ও কদম বুচি মহা মহিয়ান দয়াময় এর নূরের কদম মোবারকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *