Cancel Preloader

ঈদুল আজহা – আহমদ নওয়াজ

ত্যাগের পর্ব ঈদুল আজহা
ভোগের পর্ব নয়,
এই সার কথা, সকলের মনে
সদা যেন জেগে রয়।

আল্লাহ্ পাকের সন্তোষ চায়, যে জন ইমানদার,
তার বেশি তার থাকে না চাওয়ার, অন্য কিছু তো আর;
মুসলিম, তুমি সর্বতোভাবে
হওরে সত্যময়।

কোথায় জনক ইব্রাহিম?
কোথায় তনয় ইসমাইল?
পাক এলাহি, দাও খুলে দাও
সর্বজনের মনের খিল।

আমরা তোমার বান্দা খোদা, শোন আমাদের প্রাণের ডাক,
ঈদুল আজহায় ছালামতি, কায়েম করো আল্লাহ্ পাক;
ঈদুল আজহার এই শুভদিন
করো খোদা পুণ্যময়।

সম্পর্কিত পোস্ট