Cancel Preloader

এশক – আশেকা রাসুল তানিয়া জাহান

নিশীথে গোপনে
কত যে কথা,
জাগায় হৃদে
হারানোর ব্যথা।
সহস্র জনম
প্রতীক্ষার প্রহর,
অশ্রুজলের
যেন এক নহর।
ধ্যানে তাঁর
নয়নের সরলতা
প্রণয়ের বাঁশিতে
বাড়ায় ব্যাকুলতা।
ব্যথা তাঁর
হৃদয়ে যত,
হৃদয় মম
আহত তত।
তাঁরে পাবার
বাসনা কাঁদে,
কাছে পাবার
আশার ফাঁদে।
সমব্যথী সে
একই বিরহে
পুড়ে হয় ছাই
এশকের দাবদাহে।
[কবি: গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী]

সম্পর্কিত পোস্ট