Cancel Preloader

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ।

কাজী নজরুল ইসলামের কবিতা

খুশীর ঈদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ।
তুই আপ্নাকে আজ বিলিয়ে দে শোন্ আস্মানী তাকিদ॥

তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ্
দে জাকাত, মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ॥

তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদ্গাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ॥

আজ ভু’লে গিয়ে দোস্ত-দুশমণ হাত মিলাও হাতে,
তো প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ॥

যারা জীবন ভ’রে রাখছে রোজা নিত্য উপবাসী
সেই গরীব এতিম মিসকিনে দে যা কিছু মফিদ॥

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ॥

তোরে মারল ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোল রে গড়ে প্রেমেরি মসজিদ॥

চল ঈদ্গাহে
এল আবার ঈদ
ফিরে এল আবার ঈদ, চল ঈদ্গাহে।
যাহার আশায় চোখে মোদের ছিল নারে নিদ;
চল ঈদগাহে॥
শিয়া সুন্নী লা-মাজ্হাবী একই জামাতে,
এই ঈদ মোবারকে মিলিবে একসাথে,
ভাই পাবে ভাইকে বুকে, হাত মিলাতে হাতে;
(আজ) এক আকাশের নীচে মোদের একই সে মসজিদ-
চল ঈদগাহে॥
ঈদ এনেছে দুনিয়াতে র্শিণী বেহেশ্তী,
দুশমনে আজ গলায় ধরে পাতাব ভাই দোস্তী,
জাকাত দেব ভোগ-বিলাস আজ গোসসা বদমাস্তি,
প্রানের তশ্তরীতে ভরে বিলাব তোহীদ-
চল ঈদগাহে॥

আজিকার এ ঈদের খুশী বিলাব সকলে,
আজের মত সবার সাথে মিলব গলে গলে,
আজের মত জীবন-পথে চলব দলে দলে,
প্রীতি দিয়ে বিশ্ব-নিখিল করব রে মুরীদ॥
চল ঈদগাহে॥

ঈদ মোবারক
ঈদ মোবারক, ঈদ মোবারক।
দোস্ত দুশমন পর ও আপন
সবার মহল আজি হউক রওনক॥

যে আছ দূরে যে আছ কাছে
সবারে আজ মোর সালাম পৌঁছে,
সবার আজ মোর পরাণ যাচে
সবারে জানাই এ দিল আশক॥

এ দিল যারা কিছু সদাই চাহে
দিলাম জাকাত খোদার রাহে,
মিলিয়া ফকির শাহানশাহে
এ ঈদগাহে গাহুক ইয়াহক॥

এনেছি শিরীণ প্রেম-পিয়ালার
এস হে মোমিন, কর হে এফতার ;
প্রেমের বাঁধনে কর গ্রেস্তার ,
খোদার রহম নামিবে বেশক॥

সম্পর্কিত পোস্ট