Cancel Preloader

তুমি প্রেমময়

ড. মো. আরিফ হোসেন
এসেছেন আল্লাহর বন্ধু ড. কুদরত এ খোদা বানাতে ইমানদার,
আল্লাহ্ ও রাসুল প্রেমের সুরা পান করাতে পেয়ালা হাতে তাঁর।
তাঁর ঢাল নেই তলোয়ার নেই আছে সুমহান প্রেমের হাতিয়ার,
মানুষকে ভালোবাসেন তিনি হৃদয়ের সবকিছু করে উজার।
সূফী সম্রাট মোহাম্মদী ইসলামের শিক্ষা দিলেন যার হাতে তুলিয়া,
আল্লাহ ও রাসূল খুশি হলেন মহান বন্ধুর এ কর্ম দেখিয়া।
বিশ্বাসের সাথে কুদরত এ খোদার নির্দেশ করলে পালন,
তবেই আসবে গোটা বিশ্বময় মোহাম্মদী ইসলামের জাগরণ।
মোহাম্মদী ইসলামের শিক্ষা গ্রহণ করে আমল করে যারা,
নিজের জীবন ধন্য হবে আর আল্লাহ্ ও রাসুলকে পাবে তাঁরা।
এখনও মোদের চরিত্র সংশোধন হয়নি অনেক সময় হয়েছে পার,
নিজেকে পরিশুদ্ধ করে নিয়ে করতে হবে মোহাম্মদী ইসলাম প্রচার।
যখন মোদের হৃদয়ের ফুল সুবাস ছড়াবে সারাটা বিশ্বময়,
তখনই হবে মোহাম্মদী ইসলামের সত্যিকার বিজয়।

সম্পর্কিত পোস্ট