Cancel Preloader

প্রেমের সরোবর

ঐ দুতলায়, বাবে রহমত নামের প্রেম প্রবাহের দালানে
তোমার দুটি মায়াবী চোখের দৃষ্টিতে কত বার
এই হৃদয় ছুঁয়েছিল তাঁর হিসেব রাখিনি প্রিয়তম।
এই সপ্রতিভ মুগ্ধ হওয়া একজন প্রেমিকের আজন্ম স্বপ্ন,
ঠিক একটি চাতকের অপেক্ষার মতো।

দেখেছি হৃদয়ের বেদি মূল হতে ভেসে আসে স্বর্গের সুবাতাস,
দীর্ঘদিন না দেখার আর্তনাদ থেকে সৃষ্ট মেঘ দুনয়নে
ঝরিয়ে দেয় শান্ত শীতল বারিধারা।
বিদগ্ধ প্রেমিক আরশের চৌকাঠে মাথা ঠুকতে চায় বারবার,
সে রঙিন হতে চায় আরাধ্য রঙে, নির্বান ও নির্মোহ হয়ে
পাদুকার ধূলিকণা সাজতে চেয়েছে শত বার।

হে পুরুষোত্তম, হে সত্যের অনিন্দ আশ্রম,
তোমার লয় নেই, ক্ষয় নেই, কালের বিবর্তনে তোমার
আসা যাওয়া সময়ের শরীর জুড়েই আছে।
মূলে অবিকল থেকে শুধু অবয়ব হতে অবয়বে
তোমার আলোর অভিষেক করে জানি
মিটাবে প্রেমের ক্ষুধা বঞ্চিত করবে না একটি
ক্ষুধিত ও ক্ষুদ্র প্রাণকেও, তুমি যে আদি ও অন্ত
এক প্রেমের সরোবর।

হে প্রেমের সরোবর,
তোমার দুয়ারে ঠাঁয় দাঁড়িয়ে থেকে
হৃদয়ে জন্ম নিয়েছিল যত কবিতার পঙ্ক্তি,
বিরহের আবরণে সকল পঙ্ক্তিমালা আজ
গভীরে ধীর স্থির হতে চাইছে।
তোমার ঐ মন্ত্র মুগ্ধময় চোখের ভাষাতে
আমার কবিতাগুলোয় পূর্ণতা দাও।

কবি- নজরুল ইসলাম

সম্পর্কিত পোস্ট