মহান আল্লাহর বাণী মোবারক

জেনে রেখো, নিশ্চয় আল্লাহ্র অলীগণের কোনো ভয় নেই এবং তাঁরা দুঃখিতও হবে না। (সূরা ইউনুস-১০ : আয়াত ৬২)

আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, তাদের পথে যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, তাদের পথে নয় যাদের উপর আপনার গজব পড়েছে এবং তাদের পথেও নয়, যারা পথভ্রষ্ট হয়েছে। (সূরা আল ফাতিহা-১ : আয়াত ৪-৭)

হে মু’মিনগণ! তোমরা আল্লাহ্কে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। (সূরা আত তাওবাহ-৯ : আয়াত ১১৯)

Digiqole ad

সম্পর্কিত পোস্ট