মহান আল্লাহ্’র বাণী মোবারক
আমি তো আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্য প্রদানকারী, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। যাতে তোমরা আল্লাহ্ ও তাঁর রাসুলের প্রতি ইমান আন এবং রাসুলকে সাহায্য করো ও সম্মান করো এবং সকালে ও সন্ধ্যায় আল্লাহ্র তাসবিহ পাঠ করো।
(সূরা ফাত্হ ৪৮: আয়াত ৮ ও ৯)
নিশ্চয় আল্লাহ্ ও তাঁর ফেরেশতাগণ নবির উপর দরুদ পাঠ করেন, হে মু’মিনগণ! তোমরাও তাঁর উপর দরুদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো।
(সূরা আল আহযাব ৩৩: আয়াত ৫৬)
হে মু’মিনগণ! তোমরা নবির কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সাথে সেইভাবে উচ্চস্বরে কথা বলিও না, কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞতাসারে।
(সূরা হুজুরাত ৪৯: আয়াত ২)