Cancel Preloader

যাবে কোথায়? – আশেকে রাসুল সালাউদ্দিন

ওহে মুসলমান
খোঁজ দিল কোরআন
গুরুর কৃপা হলে
জানবে আত্মতত্ত¡
ভেদ রহস্যের দুনিয়ায়
ডুবুরির মতো ডুবে যাও
সাগর অতলান্ত।
পেলেও পেতে পারো
মণি, মুক্তা, কাঞ্চন।
তোমার মাঝে তুমি
আমার মাঝে আমি
অন্তর্দৃষ্টিতে দেখবে সাঁই
ভেদ রহস্যের কূল কিনারা নাহি পাই।
এশকের আগুনে পুুড়ে
মনের কালিমা মুছে
যদি হয় ইসমে আজম জপমালা।
লক্ষ্য স্থির করে করো সাধনা
কোথায় ছিলে, যাবে কোথায়?
সূর্যালোকে জলীয় বাষ্প হয়ে
উড়ে বেড়াও আকাশে, মেঘমালা হয়ে,
হাকিকতের মেঘমালা
ঘর্ষণ, মন্থন, বিদ্যুৎ চমকানো গর্জন
পাহাড়ের চূড়া হতে ঝর্ণাধারা হয়ে
ছুটে যায় সাগরপানে।
যে প্রভু দিলেন সত্তা,
তাহার পানে ছুটে যাই, ইহা কি মিথ্যা?

সম্পর্কিত পোস্ট