হযরত রাসুল (সা.)-এর বাণী মোবারক

আল্লাহ্র রাসুল (সা.) এরশাদ করেন, মহান আল্লাহ্ বলেছেন- ‘‘নিশ্চয় আমার বান্দাদের মধ্যে অলী-আল্লাহ্ হলো তাঁরা আমাকে স্মরণ করলে যাদের কথা স্মরণ হয় এবং যাদেরকে স্মরণ করলে আমার কথা স্মরণ হয়।’’ (তাফসীরে মাজহারী, ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৩৪৮)

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন- ‘‘আরজ করা হলো হে আল্লাহ্র রাসুল (সা.)! অলী-আল্লাহ্গণ কারা? তিনি বললেন- যাঁদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় (তথা আল্লাহ্র প্রেমের ফায়েজ পাওয়া যায়)।’’ (তাফসীরে দুররে মানছুর, ১১নং খণ্ড, পৃষ্ঠা ৩৭০)

আল্লাহ্র রাসুল (সা.) এরশাদ করেন- ‘‘আমার উম্মতের মধ্যে যারা আলেম (তথা আল্লাহ্র পরিচয় লাভকারী অলী-আল্লাহ্) তাঁরা বনী ইসরাঈলের নবি তুল্য।’’ (তাফসীরে রুহুল বয়ান, ১ম খণ্ড, পৃষ্ঠা ২৪৮)

Digiqole ad

সম্পর্কিত পোস্ট