Cancel Preloader

হৃদয়ের ধন – অধ্যাপক ড. আবদুল মান্নান মিয়া

মহান আল্লাহ্র প্রিয় বন্ধু
রাসুলের উত্তরসূরি যিনি,
সূফী সম্রাটের ওফাতের পূর্বে
ইমামতের দায়িত্ব পেলেন তিনি।
আশেকে রাসুলদের হৃদয়ের বাতিঘর
যিনি প্রাণের চেয়েও আপন,
এমনই এক মহামানব তিনি
যিনি আশেকদের হৃদয়ের ধন।
তিন কোটি আশেকে রাসুল
অতি ভক্তি সহকারে,
শোনে তাঁর অমিয় বাণী
পরম শ্রদ্ধা ভরে।
মানুষের জন্য ব্যাকুল যিনি
থাকেন সদা সর্বদা,
তিনিই হলেন মহান অলী
ইমাম ড. কুদরত এ খোদা।

সম্পর্কিত পোস্ট