Cancel Preloader

অন্তরে বাবা দেওয়ানবাগী


এস এ সুলতান
কামনা করি অন্তরে মোর মোর্শেদ বাবা দেওয়ানবাগীকে,
তাঁর আদেশ নিষেধ মেনে চলতে চাই আমি সহজ সরল পথে।
দয়াল বাবাজান বলেছেন, ক্বালবই মুরিদের চালিকা শক্তি,
এর মাঝেই থাকে প্রকৃত ভালোবাসা বিশ্বাস আদব ভক্তি।
সমাজের কোনো বিধি নিষেধ বুঝিতে চাই নাতো আমি,
সদা চোখে ভাসে শুধু দয়াল বাবার নুরময় চেহারা খানি।
মনে মোর দৃঢ় বিশ্বাস আছে মোর্শেদই হলেন মহাশক্তি,
ক্বালবের নির্দেশ মতো চললেই মুরিদের হবে প্রকৃত মুক্তি।
যতদিন দেখিব অন্তরে মোর্শেদের সুন্দর নুরময় বদন,
ততদিন সকল ভুলভ্রান্তি হতে রক্ষা পাবে, মোর অন্তঃকরণ।
মোর্শেদের কাছে আমি অধম এই প্রার্থনা করি সর্বক্ষণ,
জীবনে মরণে তোমায় স্মরণ করে যেন মোর অবুঝ মন।

সম্পর্কিত পোস্ট