কদমবুসি

  

এ. আর. ওয়ালী উল্লাহ (অলি)

মোহাম্মদী ইসলামের পথপ্রদর্শক
মহান সংস্কারক বাবা দেওয়ানবাগী,
মোহাম্মদী ইসলাম পুনর্জীবিত হলো
তোমার প্রেমের পরশ লাগি।

গরিব রাসুলকে ধনী বানালেন
হাদিস কুরআনের দলিল দিয়ে,
নিরাকার প্রভুকে আকার দিলেন
পূর্ণিমার চাঁদে নিজেকে দেখিয়ে।

মোহাম্মদী ইসলাম হেরা গুহার ধর্ম
জাবালে নুর পাহাড় তারই নিদর্শন,
তুমি শেখালে ধ্যান মোরাকাবায়
কীভাবে প্রভুকে করতে হয় স্মরণ।

মক্কা মদীনার ছবি জায়নামাজে রেখে
সওয়াবের আশায় নামাজ পড়ে,
এতোবড়ো ভুল তুমিই ভাঙলে
মুসলিম জাতির এখন টনক নড়ে।

মিলাদ দুরুদে রাসুল প্রেমিকেরা
দেখেন তাঁকে অন্তর্দৃষ্টি দিয়া,
স্বর্গীয় প্রেমের প্রবাহে ভরে
আশেকে রাসুল প্রেমিকের হিয়া।

আল্লাহ্ ও রাসুল পাওয়ার মন্ত্র
দয়াল মোর্শেদ শেখালেন সবারে,
শতকোটি সালাম ও কদমবুসি জানাই
বাবা দেওয়ানবাগী আপনারে।

Digiqole ad

সম্পর্কিত পোস্ট