Cancel Preloader

নবিগণের গর্ব হে রাসুল

জিগর মুরাদাবাদী

নবিগণের গর্ব হে রাসুল
আপনার আবির্ভাবে ধন্য হয়েছে বিশ্ব জাহান।
আল্লাহ্র পক্ষ থেকে এনেছেন আপনি
পবিত্র কুরআন-ই-কামিল-
যার অনুসারী হয়ে নিজকে ধন্য ভাবে
জিন, ইনসান এবং ফেরেশতাকুল।
হে রাসুল।

আপনার নুরের প্রদীপ্ত শিখায়
অন্ধকার দূর হলো, জ্যোতির্ময় হলো অন্তর-বাহির
সে আলোর দীপ্তিমান প্রভায়
প্রজ্ঞা ও বোধির অজ্ঞাত সত্য যত হলো তা জাহির।
যুগে যুগে এসেছেন নবি
এসেছেন মুণি ঋষি দরবেশ- যত আল্লাহ্র অলী
এসেছেন জ্ঞানী গুণী কবি
রহস্যের দরোজা যত সকলেই দিয়েছেন খুলি।
কিন্তু কোন রহমতে আলম
কোনোদিন দেখেনি এ ধরা, এ অশান্ত বিশ্ব চরাচর-
পায়নি কখনো এত মনোরম
পুষ্পিত সুবাসে ভরা, সুরভিত দয়ার্দ্র কোমল অন্তর।
তাওহিদের রঙিন সুরা পান
করায়নি এমন কেউ উম্মাতাল আবেগের স্বরে-
গায়নি আল্লাহ্ প্রেমের সুললিত গান
সাম্যের কোমল ছোঁয়া দেয়নি মানুষের প্রতি অন্তরে।
তিনিই রাসুল, প্রিয়তম এক নাম
আল্লাহ্র এমন প্রেমিক
কোনোদিন কোনো কালে দেখেনি এ বিশ্ব ধরাধাম।

ভাষান্তর: মুহাম্মদ রিজাউল করীম ইসলামাবাদী
কাব্যানুবাদ: আসাদ বিন হাফিজ

সম্পর্কিত পোস্ট

2 Comments

  • আলহামদুলিল্লাহ্।

  • আলহামদুলিল্লাহ্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *