পূর্ণিমার চাঁদে নুরের ছবি
ড. মুহাম্মদ নাছিরউদ্দীন (সোহেল)
ঐ আকাশে উঠেছে চাঁদ
স্নিগ্ধ আলো জগৎ জুড়ে,
নতুন সাজে পূর্ণিমার চাঁদ
দেখ তোমরা নয়ন ভরে।
প্রশ্ন কি জাগে তোমার মনে
চাঁদের কেন নতুন সাজ?
উত্তর তুমি খুঁজে পাবে
চাঁদের পানে দেখ আজ।
অবাক বিস্ময়ে দেখবে তুমি
পূর্ণিমার চাঁদে নুরের ছবি,
তিনি যে বাবা দেওয়ানবাগী
বিশ্বজাহানের প্রজ্বলিত রবি।
এর পরেও কি বুঝতে বাকী
বাবা দেওয়ানবাগী ধ্যানের ছবি,
আম্বিয়ায়ে কেরামের বেলায়েত দায়িত্ব
অর্পণ করলেন ইব্রাহিম নবি।
পূর্ণিমার চাঁদে ছবি বাবার
উজ্জ্বল যেন মধুর হাসি,
পুরস্কার দিলেন মহান স্রষ্টা
সাক্ষী রইলো বিশ্ববাসী।
চাঁদ যেমন সত্য জগতে
সত্য তেমনি দয়াল বাবা,
এসো সবাই সত্য ধর্মে
আলোকিত করি হৃদয় কাবা।