Cancel Preloader

মহানবির সাথি হলে-আহমদ নওয়াজ

মহানবির সাথি হলে
মাটির মানুষ মানুষ হয়,
নবিপাকের সাথে তখন
সে তো সদাই যুক্ত রয়।

নবির মাঝে পেলে ঠাঁই,
সব ভেদাভেদ দূরে যায়,
বিশ্বমানুষ ভ্রাতৃভাবে
বিশ্বপ্রেমের কথা কয়

প্রেম কী তাহা জানতে হলে
আল্লাহ্ প্রেমে পড়া চায়,
আল্লাহ্ প্রেমে বিভোর যে জন
সে জন নবির দিদার পাায়।

বেলাল নবি প্রেমে ফানা,
প্রেম কি তাহার আছে জানা,
বিশ্বনবির মাঝে শেষে
বিশ্বমানব হবে লয়

সম্পর্কিত পোস্ট