Cancel Preloader

হযরত রাসুল (সা.)-এর বাণী মোবারক

হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন-আল্লাহ্র রাসুল (সা.) এরশাদ করেন- “যখন আমাকে আকাশে সায়ের করানো হচ্ছিল- তখন মহিমান্বিত আল্লাহ্ আমার নিকটবর্তী হলেন, আর এ সময় তিনি আমার এতই নিকটবর্তী হলেন যতখানি তির ধনুকের নিকটবর্তী হয়। অতঃপর তিনি আরো নিকটে এলেন।” (তাফসীরে দুররে মানসুর ১৫নং খণ্ড, পৃষ্ঠা ২২৭)
আল্লাহ্র রাসুল (সা.) এরশাদ করেন- “তুমি এমনভাবে আল্লাহ্র ইবাদত করো, যেন তুমি তাঁকে দেখছ।”
(বোখারী শরীফ ১ম খণ্ড, পৃষ্ঠা ১২)
হযরত বারা ইবনে আযেব (রা.) হতে বর্ণিত হয়েছে, আল্লাহ্র রাসুল (সা.) এরশাদ করেন- “নিশ্চয়ই দোয়া (প্রার্থনা) হচ্ছে একটি ইবাদত।” (তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ শরীফের সূত্রে তাফসীরে সূফী সম্রাট দেওয়ানবাগী ৮ম খণ্ড, পৃষ্ঠা ২০২)

সম্পর্কিত পোস্ট