
যে দয়াময়ের নিকট প্রতিশ্রুতি গ্রহণ করেছে সে ব্যতীত অন্য কারো সুপারিশ করার ক্ষমতা থাকবে না।
-আল কুরআন
হে মানুষ তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত কর্মসাধনা (ইবাদত) করতে থাক। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
-আল কুরআন
যাদের ক্বালব (দিল) আল্লাহ্র জ্বিকির হতে গাফেল তারা ধ্বংপ্রাপ্ত এবং সুনিশ্চিত গোমরাহীর মধ্যে রয়েছে।
-আল কুরআন
যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে প্রতারণা করে সে আমাদের কেহ নয়।
-আল হাদীস
যে ইবাদত মানুষকে দুষ্কার্য হতে ক্ষান্ত করে না, সে ইবাদত মানুষ ও আল্লাহ্র মধ্যে ব্যবধানই বর্ধিত করে থাকে।
-আল হাদিস
মহামানগণের মাধ্যমে আল্লাহ্র নিকট আত্মসমর্পণ করে একত্ববাদের ঘোষণা করাই হলো হাকীকতে কালেমা।
-সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.)