Cancel Preloader

মহান আল্লাহ্’র বাণী মোবারক

যারা আল্লাহ্র পথে নিহত হয়, তোমরা কখনো তাদের মৃত ধারণা করো না; বরং তারা তাঁদের প্রতিপালকের কাছে জীবিত ও রিজিকপ্রাপ্ত। (সূরা আলে ইমরান ৩: আায়াত ১৬৯)

স্মরণ করো সেদিনের কথা, যখন আমি সব মানুষকে তাদের (যুগের) ইমাম-সহ আহ্বান করব, তারপর যাদেরকে ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। আর যে ব্যক্তি ইহকালে অন্ধ ছিল, সে আখিরাতেও অন্ধ থাকবে এবং অধিক পথভ্রষ্ট হবে। (সূরা বনী ইসরাঈল ১৭: আয়াত ৭১ ও ৭২)

কিয়ামতের দিন আমি তার জন্য বের করব এক কিতাব, যা সে পাবে উন্মুক্ত। তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার হিসাব-নিকাশের জন্য যথেষ্ট। (সূরা বনি ইসরাইল ১৭ : আয়াত ১৩-১৪)

সম্পর্কিত পোস্ট