Cancel Preloader

হযরত রাসুল (সা.)-এর বাণী মোবারক

আল্লাহ্র রাসুল (সা.) এরশাদ করেন- “আল্লাহ্র অলীগণ মৃত্যুবরণ করে না, বরং তাঁরা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন মাত্র।” (তাফসীরে কাবীর ৩য় খণ্ড, পৃষ্ঠা ১৮৮১)

আল্লাহ্ র রাসুল (সা.) এরশাদ করেন-“আমার উম্মতের মধ্যে যারা আলেম তথা আল্লাহ্ র পরিচয় লাভকারী অলী-আল্লাহ্, তাঁরা বনী ইসরাইলের নবিগণের মতো।” (তাফসীরে রূহুল বয়ান, ১ম খণ্ড, পৃষ্ঠা ২৪৮)

হযরত উমর (রা.) বলেন, আমি আল্লাহ্ র রাসুল (সা.)-কে বলতে শুনেছি তিনি বলেন- ‘‘যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে, অথবা তিনি বলেছেন- যে ব্যক্তি আমার সাথে (রওজায় এসে) সাক্ষাৎ করবে, আমি তার জন্য শাফায়াতকারী হবো, অথবা আমি তার জন্য সাক্ষ্যদাতা হবো।” (বায়হাকী শরীফ ৫ম খণ্ড, পৃষ্ঠা ৪০৩)

সম্পর্কিত পোস্ট