Cancel Preloader

হযরত রাসুল (সা.)-এর বাণী মোবারক

হযরত রাসুল (সা.)-এর বাণী মোবারক
হযরত আলী ইবনে আবু তালেব র্কারামাল্লাহু ওয়াজহাহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন- ‘‘ইমান হচ্ছে ক্বালবের মারেফাত জানা, (ক্বালবের ভেতরে আল্লাহর পরিচয় লাভ করা) এবং মৌখিক স্বীকৃতি ও কর্মের মাধ্যমে বাস্তবায়ন করা।’’ (ইবনে মাজাহ, তাবারানী, বায়হাকীর ও শুআবুল ইমানের সূত্রে তাফসীরে দূররে মানছুর ২৬নং খণ্ড, পৃষ্ঠা ৫৮৩)
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন- ‘‘আল্লাহ্র রাসুল (সা.) এ আয়াত তেলাওয়াত করেন- ‘‘আল্লাহ্ ইসলামের জন্য যার (ক্বালবের) সুদুরের মোকাম খুলে দিয়েছেন এবং যে তার প্রতিপালকের প্রদত্ত নুরের মাঝে রয়েছে সে কি তার সমান যে এরূপ নয়? আমরা বললাম হে আল্লাহর রাসুল (সা.)! কীভাবে (ক্বালবের) সুদুরের মোকাম খুলে যায়? জবাবে আল্লাহর রাসুল (সা.) বলেন- যখন ক্বালবে নুর প্রবেশ করে, তখন ক্বালব খুলে যায়, এবং সেটা প্রশস্ত হয়ে যায়।’’
(তাফসীরে দুররে মানছুর ২৩নং খণ্ড, পৃষ্ঠা ২১৯)
আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন- “তোমরা মু’মিন ব্যক্তির অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা সে মহান ও মহিমান্বিত আল্লাহ্র নুরের সাহায্যে দেখে থাকে।
(তাফসীরে জিলানী ৪র্থ খণ্ড, পৃষ্ঠা ৪১৩)

সম্পর্কিত পোস্ট