Cancel Preloader

মৃত কন্যার জীবন লাভ

আশেকে রাসুল মো. শফিউদ্দীন, ৯৮ আরামবাগ, মতিঝিল, ঢাকা, সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেব্লাজানের একজন মুরিদ সন্তান। তিনি রতন মেটাল ইন্ডাষ্ট্রিজ এর স্বত্তাধিকারী। তিনি দীর্ঘদিন যাবৎ সূফী সম্রাটের দরবার শরীফে প্রধান হিসেবে রন্ধনশালার গোলামিতে নিয়োজিত ছিলেন। তার স্ত্রী মিসেস আনোয়ারা বেগম একটি কন্যা সন্তানের জন্য খুবই আগ্রহী ছিলেন। কেননা, তাদের পরপর ৪টি পুত্র সন্তান জন্ম নেওয়ায় একটি কন্যা সন্তানের অভাবে তাদের প্রচুর প্রতিপত্তি থাকা সত্ত্বেও গৃহে যেন শূন্যতা অনুভব হচ্ছিল। এমতাবস্থায় শফিউদ্দীন সাহেবের স্ত্রী কন্যা সন্তান লাভের জন্য সূফী সম্রাটের অসিলা ধরে মানত করলেন। ঘটনাটি ১৯৮৫ খ্রিষ্টাব্দের। আল্লাহ্র অপার দয়ায় তার গর্ভে সন্তান এলো। নির্দিষ্ট সময় এসে গেলে মিসেস আনোয়ারা বেগমের সন্তান প্রসবের প্রচণ্ড ব্যথা শুরু হলো। কিন্তু তার অবস্থা মারাত্মক হলেও সন্তান ভূমিষ্ট হচ্ছিল না। এমতাবস্থায় জনাব শফিউদ্দীন স্বীয় মোর্শেদ সূফী সম্রাটের নিকট মোরাকাবায় তার স্ত্রীর মারাত্মক অবস্থা নিরসনের জন্য কাকুতি মিনতি করতে থাকেন। এ সময় তিনি মোর্শেদের নিকট থেকে ইঙ্গিত পেয়ে স্ত্রীর অবস্থা দেখতে তার নিকটে যান। আল্লাহ্র কি ইচ্ছা, এর কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী মিসেস আনোয়ারা বেগম একটি কন্যা সন্তান প্রসব করেন। কিন্তু এ কি! যে কন্যার জন্য এত আকাঙক্ষা, সে যে নড়াচড়া করছে না, কাঁদছে না। কর্তব্যরত ধাত্রী শামসুন্নাহার জানালেন- কন্যা সন্তানটি মৃত। আর মৃত অবস্থায়ই তার জন্ম হয়েছে। এ কথা শুনে শফিউদ্দীন সাহেবের স্ত্রী জ্ঞান হারিয়ে ফেললেন। তখন শফিউদ্দীন সাহেব মোর্শেদের নিকট অনুনয় বিনয় করে মোরাকাবার মাধ্যমে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরেই নবজাত শিশুর কান্না শুনা গেল। ধাত্রী তাড়াতাড়ি এসে শফিউদ্দীন সাহেবকে জানালেন যে, তার মৃত কন্যাটি জীবিত হয়েছে। এ কথা শুনে তিনি স্ত্রীর কাছে গিয়ে দেখেন সত্যিই তার অনেক আকাক্সিক্ষত কন্যা সন্তানটি নড়াচড়া করছে এবং কাঁদছে। এ অবস্থায় তিনি আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ্র অলী সূফী সম্রাটের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আল্লাহ্র দরবারে জানালেন অশেষ শুকরিয়া। কিছুক্ষণ পরে তার স্ত্রীরও জ্ঞান ফিরে এলো। কন্যা সন্তান দেখে তিনি আল্লাহ্ ও তাঁর অলীর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। সূফী সম্রাট হুজুর কেব্লাজান কন্যাটির নাম রাখেন মোসাম্মৎ নুরুন্নাহার।

সম্পর্কিত পোস্ট

11 Comments

  • অনেক কিছুই জানতে পারলাম।

  • Amin

    • সূফি সম্রাট দেওয়ানবাগি জিন্দাবাদ জিন্দাবাদ
      জয় বাবা দেওয়ানবাগি

  • আমিন

  • আলহামদুলিল্লাহ্। আলিআওলিয়াদের কাছে খাসদিলে কিছু চাইলে খালি হাতে পিরাইনা।
    আমিন।

  • আমিন

  • Amin

  • alhamdulillah

  • Allah Amader soby ke Bujer tawfiq Dan korun Amin

  • মিয়া ভাই এর ঘটনা টা আমি লিখে ছিলাম। মিয়া ভাই আমাকে ঘটনা বলছিল।

  • মারহাবা ইয়া যুগের ইমাম সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাঃ আঃ হুজুর কেবলাজন

Leave a Reply to AR.GM.Masum billa Cancel reply

Your email address will not be published. Required fields are marked *