Cancel Preloader

হযরত রাসুল (সা.)-এর বাণী মোবারক


শেরে খোদা হযরত আলী র্কারামাল্লাহু ওয়াজহাহু হতে বর্ণিত, তিনি বলেন- আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন- ‘‘(আল্লাহ্ তত্ত্বের জ্ঞানে জ্ঞানী) আলেমগণ পৃথিবীর প্রদীপ এবং আম্বিয়ায়ে কেরামের প্রতিনিধি।’’ (তাফসীরে মাজহারী ১০ খণ্ড, পৃষ্ঠা ৫৭)

আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন, “আলেমগণ (আল্লাহ্ তত্ত্বের জ্ঞানে জ্ঞানী অলী-আল্লাহ্গণ) বনি ইসরাঈলের নবিতুল্য।’’ (তাফসীরে রুহুল বয়ান ১ম খণ্ড, পৃষ্ঠা ২৪৮)

আল্লাহর রাসুল (সা.) এরশাদ করেন ‘‘নিশ্চয় মহান ও মহিমান্বিত আল্লাহ্ এই উম্মতের জন্য প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এমন এক ব্যক্তিকে পাঠাবেন, যিনি ধর্মকে সংস্কার করে সজীব ও সতেজ করবেন।’’ (আবু দাউদ শরীফের সূত্রে মেশকাত শরীফ, পৃষ্ঠা ৩৬)

সম্পর্কিত পোস্ট