নবজাতক মুমূর্ষু গোলাম মাহ্দী (রাফা)-এর নবজীবন লাভ

এই বিশ্বজাহানের প্রতিপালক দয়াময় রাব্বুল আলামিন। সেই মহান রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে যত গাছ আছে সব গাছ যদি কলম হয়, আর যত নদী ও সাগরের পানি রয়েছে সব পানি যদি কালি হয় এবং সেই কলম ও কালি দিয়ে সারা জীবন ধরে দয়াময় রাব্বুল আলামিনের প্রশংসার কথা লিখতে থাকি, লিখতে লিখতে কলম ক্ষয় হয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, তবুও লেখা শেষ হবে না। মহান রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েত করার জন্য তাঁর মনোনীত মহামানব প্রেরণ করে থাকেন। প্রত্যেক মহামানবকে রাব্বুল আলামিন স্বীয় গুণে গুণান্বিত করে দুনিয়ায় প্রেরণ করেন, আর এই কারণে আল্লাহ্র মনোনীত মহামানব তথা আল্লাহ্্র অলীগণের কাছে সাহায্য ভিক্ষা চাইলে, তাঁরা যে কোনো বিপদ থেকে মানুষকে উদ্ধার করতে পারেন। পরম পবিত্র রাহমানুর রাহিম একবিংশ শতাব্দীর পথভোলা মানুষের পরিত্রাণের জন্য মহা নেয়ামত হিসেবে জগতে প্রেরণ করেছেন সিরাজাম মুনিরের ধারক ও বাহক, মহান সংস্কারক, মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেব্্লাজানকে। এই পরশ পাথরের সান্নিধ্যে এসে মানুষ মহান আল্লাহ্ ও হযরত রাসুল (সা.)-এর নৈকট্য লাভের পাশাপাশি বিভিন্ন বিপদ-আপদ ও বালা-মুসিবত থেকে উদ্ধার পাচ্ছেন। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেব্লাজানের অসিলায় অসংখ্য অলৌকিক ঘটনা মোহাম্মদী ইসলামের অনুসারী আশেকে রাসুলদের জীবনে প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। চিকিৎসকদের মতামতকে ভুল প্রমাণ করে সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.) দয়াল বাবাজানের দয়ার বদৌলতে কীভাবে মুমূর্ষু নবজাতক রাফা নবজীবন ফিরে পেল, সেই ঘটনাটি রাফার পিতার বর্ণনায় উপস্থাপন করা হলো-

আমি আশেকে রাসুল মুহাম্মদ ওমর ফারুক। পেশায় সাংবাদিক। চ্যানেল আই নিউজে কর্মরত আছি। ২০১৩ সালের ৬ জুলাই রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার মগবাজারে অবস্থিত আদ দ্বীন হাসপাতালে আমার স্ত্রী এক পুত্র সন্তান প্রসব করেন। দয়াল বাবাজানের অপার দয়াতে সে সুস্থই ছিল। ৮ জুলাই রাত ৮টার দিকে হঠাৎ করে নবজাতকের শ্বাসকষ্ট দেখা দেয়। আমি তাকে সাথে সাথে হাসপাতালের এনআইসিইউ বিভাগে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসকরা আমাকে বলেন, আমার ছেলের শ্বাসকষ্টসহ আরো কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। তাকে এখনি এনআইসিইউ বিভাগে ভর্তি করতে হবে এবং যন্ত্রের সাহায্যে কৃত্রিম ভাবে অক্সিজেন দিতে হবে। কিন্তু তাদের এখানে এনআইসিইউ বিভাগে কোনো সিট খালি নেই, অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। আমি তখন দিশেহারা হয়ে পড়ি। কী করব বুঝতে না পেরে সূফী সম্রাট হুজুর কেব্লাজানের সেজ সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ.এফ.এম. ফজল-এ-খোদা (মা. আ.) হুজুরকে ফোন করি। তিনি তখন দয়াল বাবাজানের পরামর্শে আমাকে বললেন, আমার ছেলেকে এনআইসিইউতে ভর্তি করার জন্য। ড. সেজো সাহেবজাদা হুজুরের নির্দেশে আমি তখন আদ দ্বীন হাসপাতাল থেকে আমার ছেলেকে অক্সিজেন সিলিন্ডারসহ অ্যাম্বুলেন্সে করে মহাখালিস্থ আয়শা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা আমার ছেলেকে তাদের হাসপাতালের এনআইসিইউ বিভাগে ভর্তি করে নেন। এনআইসিইউ বিভাগের প্রধান প্রফেসর ডা. মনির হোসেন আমার ছেলের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে বলেন, আপনার ছেলের ফুসফুসের সমস্যার কারণে সে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। আমরা তাকে কৃত্রিমভাবে যন্ত্রের মাধ্যমে অক্সিজেন দিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করব এবং পাশাপাশি ঔষধ দিবো, যেন সে দ্রুত সেরে উঠে। তবে তার অবস্থা বেশি ভালো না। আমি এমন পরিস্থিতিতে একদম ভেঙ্গে পড়লাম। মনে হচ্ছিল আমি কোনো সাগরের মাঝে পড়ে গেছি। তখনই আমার মনে পড়লো এই বিপদের সাগর থেকে উদ্ধার পেতে হলে আমার দয়াল মোর্শেদ, আল্লাহ্র মহান বন্ধু সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.) দয়াল বাবাজানের দয়া ব্যতীত অন্য কোনো পথ নেই। হাসপাতাল থেকে আমি বাবে রহমত, দেওয়ানবাগ শরীফে আমার মহান মোর্শেদের দরবারে ছুটে আসলাম। এসে দয়াল বাবাজানের কদম মোবারক জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম- “ওগো দয়াল বাবাজান! আপনি ছাড়া তো আমার এই জগতে দয়া করার আর কেউ নেই। আপনি দয়া করে আমাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করুন। আমার ছেলেকে সুস্থ করে দিন।” বাবাজান আমাকে কান্না থামাতে বললেন এবং আমার ছেলের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। আমি দয়াল বাবাজানকে বিস্তারিত জানালাম। তিনি আমাকে মানত করে বেশি করে ‘দরূদে মাহদি’ ‘পড়তে বললেন এবং আজিজি করতে বললেন, যেন আমার ছেলে সুস্থ হয়ে যায়। দয়াল বাবাজানের সাথে সাক্ষাত শেষ করে আমি পুনরায় হাসপাতালে ফিরে গেলাম। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আমাকে জানালো যে, আমার ছেলের অবস্থা ভালো নয়। তারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে জন্মের সময়ই তার হৃৎপিণ্ড, ফুসফুস পরিপূর্ণ ভাবে তৈরি হয়নি। তাই তারা কৃত্রিমভাবে আমার ছেলের শ্বাস-প্রশ্বাসের ক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এখন আমার ছেলে সুস্থ হবে কি হবে না বা কতদিনে সুস্থ হবে, সেটা বলা সম্ভব নয়। চিকিৎসকদের এইকথা শুনে আমি একেবারে মানসিকভাবে ভেঙ্গে পড়লাম। এদিকে দয়াল বাবাজানের নির্দেশ অনুযায়ী আমি মানত করি এবং মোরাকাবা করে অঝোর নয়নে কেঁদে কেঁদে দয়াল বাবাজানের অসিলা ধরে দয়াময় রাব্বুল আলামিনের সাহায্য কামনা করতে থাকি। এরই মাঝে দুই সপ্তাহ কেটে যায়। কিন্তু আমার ছেলের কোনো প্রকার শারীরিক উন্নতির খবর চিকিৎসকরা দিতে পারছে না। এতে আমি এবং আমার স্ত্রী উভয়ই তখন দিশেহারা হয়ে পড়ি। সেদিন ছিল পূর্ণিমার রাত। আমি হাসপাতাল থেকে রাস্তায় বের হয়ে আনমনে হাঁটছিলাম, আর দয়াল বাবাজানের কাছে আজিজি করছিলাম। হঠাৎ আমার দৃষ্টি চলে যায় আকাশের পূর্ণিমার চাঁদে। পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি দেখে আমি যেন আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। এক জায়গায় দাঁড়িয়ে করজোড়ে দয়াল বাবাজানের জ্যোতির্ময় চেহারা মোবারকের দিকে তাকিয়ে অঝোর নয়নে কেঁদে কেঁদে বলতে থাকিÑ “ওগো দয়াল দরদি বাবাজান! আজ আমি তো চরম অসহায়, কিন্তু আপনি তো পরম দয়ালু। আজ আমার এই কঠিন বিপদের সময় আপনি যদি সাহায্য না করেন, আমি কোথায় যাব! আমার তো জগতে আপনি ছাড়া আর কোনো দরদি নেই।”

পরদিন বিকেলে দয়াল বাবাজানের সাথে সাক্ষাত করার জন্য আবার দরবারে গেলাম। দয়াল বাবাজানের কদম মোবারক ধরে কিছু না বলেই কাঁদতে থাকলাম। এমতাবস্থায় দয়াল বাবাজান আমাকে বললেন, “ফারুক! বিপদের সময় ধৈর্য ধরতে হয়। বিপদে ধের্য হারালে বিপদ দূর হয় না।” দয়াল বাবাজানের এই বাণী মোবারক শোনার পর আমি যেন নিজেকে হালকা অনুভব করতে থাকি। আমার মনে হতে থাকে কোনো একটা ভারী বোঝা আমার উপর থেকে নেমে গেছে। হলোও তাই। দয়াল বাবাজানের অসিলায় মহান রাব্বুল আলামিনের করুণা ধারা আমার উপর বর্ষিত হতে লাগলো। আমি আবার হাসপাতালে চলে আসি। আসার পর শুনতে পাই এনআইসিইউ বিভাগের চিকিৎসকরা আমাকে খুঁজছেন। আমি তাদের সাথে দেখা করলে তারা বলেন, “আপনার ছেলের অবস্থা হঠাৎ করে আজকে বিকেল থেকে অলৌকিকভাবে উন্নতির দিকে। সে স্বাভাবিক ভাবেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। তাকে আর কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না। বিষয়টা সত্যিই অবাক করার মতো। এই ধরনের রোগীর হঠাৎ এমন পরিবর্তন অলৌকিক ছাড়া আর কিছুই নয়। আমরা আশা করছি কালকের মধ্যেই আপনার ছেলেকে কেবিনে সিফট করতে পারবো।” দয়াল বাবাজানের সাথে দেখা করে আসার ৭ দিনের মধ্যে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং টানা ২২ দিন হাসপাতালে থাকার পর আমরা বাসায় ফিরে আসি। বাসায় যাওয়ার আগে আমি আমার ছেলেকে নিয়ে দেওয়ানবাগ শরীফে দয়াল বাবাজানের কদম মোবারকে যাই। দয়াল বাবাজান আমার ছেলেকে দেখে খুশি হলেন এবং তার নাম রাখলেন আশেকে রাসুল গোলাম মাহ্্দী, আর সেজো সাহেবজাদা ইমাম ড. সৈয়দ এ.এফ.এম. ফজল-এ-খোদা (মা. আ.) আমার ছেলের ডাক নাম রাখলেন রাফা।

মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, ওগো দয়াময়, পরম করুণাময় রাব্বুল আলামিন। কল্যাণ অকল্যাণের মালিক তো আপনিই। আপনার ইচ্ছার বাইরে কোনো কিছুই নেই। আমরা আপনার মহান বন্ধু সূফী সম্রাট হুজুর কেব্লাজানের অসিলা ধরে আপনার কাছে ফরিয়াদ জানাই, যেমনি করে আপনি দয়াল বাবাজানের অসিলায় আমার মৃত প্রায় সন্তানকে সুস্থ করে নবজীবন দিয়েছেন; তেমনি করে আমাদেরকে দয়া ভিক্ষা দিন, আমরা যেন আজীবন আপনার প্রিয় বন্ধুর কদম মোবারকে থেকে গোলামি করে যেতে পারি। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

করোনা হতে আরোগ্য লাভ

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (অপু)মহান আল্লাহ্ রাব্বুল আলামিনের বন্ধু হলেন অলী-আল্লাহ্গণ। তাঁদের মর্যাদা অপরিসীম। তাঁরা কোনো বিষয়ে কিছু বললে, মহান আল্লাহ্ তাঁদের সম্মানের খাতিরে সেই বিষয়ে

অলৌকিক কারামত

মহান মোর্শেদের অসিলায় অলৌকিকভাবে ঈদে মিলাদুন্নবি (সা.)-এর মাহ্ফিলের ব্যবস্থা হলোশাহরিয়ার মাহমুদ চৌধুরী (অপু)মহান আল্লাহর সৃষ্টির প্রক্রিয়ায় সর্বপ্রথম সৃষ্টি হলো ‘নুরে মোহাম্মদী’। এ প্রসঙ্গে হাদিসে কুদসিতে

অলৌকিক কারামত

মোর্শেদের দয়ায় বিপদ থেকে মুক্তি লাভ শাহরিয়ার মাহমুদ চৌধুরী আলোকিত মানুষ হলেন অলী-আল্লাহ্‌গণ। মূলত তাঁরাই মহামানব। তাঁদের নির্দেশিত পথে চললেই সুন্দর চরিত্রের অধিকারী হওয়া সম্ভব।

অলৌকিক কারামতমোশের্দের অসিলায় বজ্রপাত থেকে রক্ষা

শাহরিয়ার মাহমুদ চৌধুরীঅলী-আল্লাহ্গণ আল্লাহর ঐশী জ্ঞান ও শক্তির অধিকারী হন, ফলে কী করলে মানুষের সমস্যা দূর হবে সে বিষয়ে তাঁরা পূর্ণ ওয়াকিবহাল থাকেন। সুতরাং বিশ্বাসের

প্রচণ্ড ঝড় থেকে ট্রলারটি রক্ষা পেল

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (অপু)এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। আর মানুষ হলো তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তাইতো মানুষকে ‘আশরাফুল মাখলুকাত’ অর্থাৎ সৃষ্টির সেরা জীব বলা

টাইফয়েড থেকে আরোগ্য লাভ

শাহরিয়ার মাহমুদ চৌধুরী (অপু)রোগ-শোক বালা-মসিবত মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার। মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী সূফী সম্র্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) হুজুর কেবলাজানের মতে, প্রধানত

অলৌকিক কারামত

লিভার সিরোসিস থেকে মুক্তি লাভমহান আল্লাহ্ সৃষ্টির শুরু থেকে কিয়ামত অবধি মানবজাতির মুক্তির জন্য নবুয়তের যুগে নবি-রাসুল প্রেরণ করেছেন ও বেলায়েতের যুগে আওলিয়ায়ে কেরাম প্রেরণ

অলৌকিক কারামত

ক্যান্সার থেকে আরোগ্য লাভমহান আল্লাহ্ রাব্বুল আলামিনের বন্ধু হলেন অলী-আল্লাহ্গণ। তাঁদের মর্যাদা অপরিসীম। তাঁরা কোনো বিষয়ে কিছু বললে, মহান আল্লাহ্ তাঁদের সম্মানের খাতিরে সেই বিষয়ে

অলৌকিক কারামত

অস্ত্রধারী সন্ত্রাসীদের কবল থেকে রক্ষাসাধারণ মানুষ পার্থিব নানা কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং দুনিয়ার কর্ম অনুযায়ী পরকালে নাজাত পাবে কিনা এ ব্যাপারে অত্যন্ত ভীত থাকে।

বিনা অপারেশনে কঠিন রোগ থেকে মুক্তি লাভ

অলৌকিক কারামতমহান আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হলেন অলী-আল্লাহগণ। তাঁদের মর্যাদা অপরিসীম। তাঁরা কোনো বিষয়ে কিছু বললে, মহান আল্লাহ তাঁদের সম্মানের খাতিরে সে বিষয়ে সমাধান দিয়ে

একশ আশি জনের খাবার দু’হাজার পাঁচশত লোকে খেয়েছে

অলৌকিক কারামত আশেকে রাসুল আনিছুর রহমান চৌধুরী, রংপুর জেলার পীরগাছা থানার অধিবাসী। তিনি বলেন ঘটনাটি ১৯৯৯ সালের ২৮ মার্চের। ঐ দিন রংপুর জেলার পীরগাছা থানার

অলৌকিক কারামত

মহান মোর্শেদের দয়ায় অভাব দূরআশেকে রাসুল জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলায় বসবাস করেন। জীবন-জীবিকার প্রয়োজনে তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। এসময় চাকরির পাশাপাশি তিনি ডলার ক্রয়-বিক্রয়ের

আল্লাহর দর্শন লাভ

অলৌকিক কারামত – আশেকে রাসুল মামুনুর রশিদ, খুলনা জেলার অধিবাসী। তিনি তাঁর মহান মোর্শেদ, যুগের ইমাম সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.)-এর সহবত লাভ

সড়ক দুর্ঘটনায় নিশ্চিত মৃত্যু থেকে বাবা দেওয়ানবাগী আমাকে রক্ষা করলেন

ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. মন্জুর -এ-খোদামহান রাব্বুল আলামিন পথভোলা মানবজাতিকে মুক্তি, কল্যাণ এবং সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবি-রাসুল প্রেরণ

অলৌকিক কারামত: সূফী সম্রাট হুজুর কেবলাজান ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে মুরিদকে উদ্ধার করলেন

রাহমাতুল্লিল আলামিন হযরত রাসুল (সা.)-কে অনুসরণের মাধ্যমে যেমনি মহান আল্লাহ্কে ভালোবাসতে হয়, তেমনি হযরত রাসুল (সা.)-এর মাধ্যমেই আল্লাহর দয়া ও সাহায্য পেতে হয়। নবুয়তের যুগে

মোহাম্মদী ইসলামের মিলাদে হযরত রাসুল (সা.)-এর দিদার লাভ

মহান সংস্কারক সূফী সম্রাট হযরত সৈয়দ মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেব্লাজানের অসংখ্য ভক্ত-মুরিদান প্রতিনিয়ত মিলাদে রাহ্মাতুল্লিল আলামিন হযরত রাসুল (সা.)-এর দিদার লাভ করছেন। তন্মধ্যে

অলৌকিক কারামত : মৃত ক্বালব সচল হলো

মহান সংস্কারক সূফী সম্রাট হযরত দেওয়ানবাগী (মা. আ.) হুজুর কেব্লাজানের অসংখ্য কারামতের মধ্যে মুর্দা দিল জিন্দা হওয়া বা ক্বালব চালু হওয়া একটি অন্যতম অলৌকিক কারামত;

আশেকে রাসুলেরা অলৌকিকভাবে মৃত্যুকূপ থেকে বেঁচে গেলেন

আশেকে রাসুল মো. শফিউদ্দীন, ঢাকার মতিঝিলের আরামবাগে বসবাস করেন। ঘটনাটি ১৯৮৯ খ্রিষ্টাব্দের। তার মহান মোর্শেদ, যুগের ইমাম, সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী (মা. আ.)

অলৌকিক!

অলী-আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করায় খতিবের জবান বন্ধ হয়ে গেলো আশেকে রাসুল তালুজ ইসলাম টিটু রাজধানীর বাড্ডার অধিবাসী। ঘটনাটি তার নিজের জীবনের। ২০০৩ খ্রিষ্টাব্দে পবিত্র ঈদে

অর্থ উপার্জনের জন্য বিদেশ যেতে হলো না

আশেকে রাসুল হাজী মো. তুহিনুর রহমান (নূরু), পিতা-মৃত হাজী মো. রহমত আলী, রাজধানী ঢাকার ৩০৯/এ দক্ষিণ যাত্রাবাড়ির অধিবাসী। আল্লাহ্ ও আল্লাহর বন্ধুর অপার দয়ায় ঢাকার